ভালোবাসার ভাষা হয়তো আমার চোখেই ছিল
- shahedul islam
- 2 days ago
- 1 min read
প্রিয় তুমি,
জানি, আজও আমি তোমাকে কখনো মুখে বলিনি— "আমি তোমায় ভালোবাসি"।তবুও প্রতিটা চাহনিতে, প্রতিটা খেয়ালে, তোমাকে ঘিরে আমার ভালোবাসা যেন ছড়িয়ে আছে নীরবে, নিভৃতে।
আমি সেই মানুষ, যে তোমার সামনে দাঁড়িয়ে থেকেও কেবল চোখের ভাষায় বলার চেষ্টা করেছে...তুমি বুঝবে, অনুভব করবে—এই বিশ্বাসেই চুপ ছিলাম।কিন্তু আজ বুঝি, সব অনুভব সবার হৃদয়ে পৌঁছায় না।সব ভালোবাসা, সব নিঃশব্দ আকুলতা—সবার কাছে স্পষ্ট হয় না।
ভালোবাসি—এই কথাটা মুখে বলা জরুরি নয়,তুমি যদি একটুও অনুভব করতে, তাহলে বুঝতেআমার প্রতিটি খেয়াল, প্রতিটি নিঃশ্বাসে ছিলে তুমি।
তুমি হয়তো বুঝতেই চাও না, অথবা বুঝেও না বোঝার ভান করো।কিন্তু আমি তো চুপচাপ তোমাকে ভালোবেসেই যাই...শুধু জানো—এই ভালোবাসা কোনো শর্ত চায় না, কোনো স্বীকৃতি চায় না,শুধু চায়, একটুখানি স্পর্শ—মন দিয়ে বোঝার।
যদি কোনোদিন অনুভব করো,তোমার দিকে কোনো চোখ একটু বেশিই স্নিগ্ধতা নিয়ে তাকায়—জেনে নিও, সেই চোখে আমি আছি,যে আজও বলে উঠতে পারেনি—"তোমাকে ভালোবাসি, আজও, আগামীতেও…"
শুধু তোমারই,
Comentários