top of page

আমার মাঝে মাঝে মনে হয় যদি আমার কল্পনা করার শক্তি না থাকতো তাহলে আমি হয়তো অনেক আগেই দম বন্ধ হয়ে মারা যেতাম !! তবুও এতো কল্পনার মাঝেও মাঝে মাঝে এই সিমেন্টের জঙ্গলে নিজেকে বড় একা একা লাগে !! বড় বেশি একা !! 

হঠাৎ করে আসা সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা, এই দুটি জিনিসের মধ্যে অনেকটা মিল আছে।
কারন..........
দুটি জিনিসই বেশীরভাগ সময় ক্ষনস্থায়ী হয়।
যেমন হঠাৎ করে আসে আবার হঠাৎ জীবন থেকে চলে যায়। আর রেখে কিছু ভুলতে না পারার মতো স্মৃতি....

ভালোবাসার মানুষ কখনো হারায় না,
শুধু হারিয়ে যায় মানুষটার ভিতর থাকা ভালোবাসাটা...

বিশ্বাস আর ভালোবাসা একই সুতা গাঁথা,
বিশ্বাস যেমন একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না;
ঠিক তেমনি ভালোবাসা একবার হারিয়ে গেলে তা আর আগের মত হয়ে কখনও ফিরে আসে না......!!

যে বেশি হাসে,
সে আসলে গোপনে কাঁদে।
যে বেশি নিজেকে সুখী দেখায়,
সে নীরবে একা থাকে।
আর,
যে বলে সুখের কোনো অভাব নাই,
তার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নাই..!!

কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না,

তবু তারা হারিয়ে যায়। কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই

,তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায়।
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর

থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।

কিছু সম্পর্ক হয় ছায়ার মতো,ধরতে গেলেই নেই।সম্পর্ক
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,

সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?

 

 

 

যখন কোন একটি ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ,
তখন উভয় ব্যক্তি পরস্পরের বন্ধু হতে পারে না কারণ ,
সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ফলে তারা পরস্পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ।
আবার তারা শত্রুও হতে পারে না কারণ উভয় ব্যক্তি এক
সময় পরস্পরকে অনেক বেশী ভালোবাসতো ।
তখন তারা হয় একে অপরের সবচাইতে পরিচিত আগন্তু ।


 

হৃদয়টা আজ ক্ষতবিক্ষত,
কষ্টের বান ডেকেছে হৃদয়ে হায়,
কত আশা, কত স্বপ্ন নিয়ে বেধেছিলাম ভালোবাসার সংসার,
কিন্তু তুমি ছেড়ে চলে যাওয়ায় সবই হলো আজ চুরমার,
কান্না বাধঁ মানে না, ঝরে যায় অসহ্য যন্ত্রনায়,
মন শুধু বারেবারে একটি কথাই বলে যায়,
এতটা কষ্ট তুমি কেন দিলে আমায়??

তোমার দিকে তাকাতে আমার ভয় লাগে কারন আজো তোমার দিকে তাকালে মনে হয় এই বুঝি নতুন করে আবার তোমার প্রেমে পড়বো ...
এই বুঝি আবার তুমি আমাকে কষ্ট দিবে...
এই বুঝি আমাকে ফেলে দূরে চলে যাবে...

তখন কোন এক অজানা ভয়ে নিজেকে সরিয়ে আনি তোমার কাছ থেকে...কিন্তু শরীর টাকে সরিয়ে আনতে পারলেও মনটাকে আমি রেখে আসি তোমারি কাছে কোন এক অজানা ভালবাসার টানে...
সত্যি অনেক ভালবাসি তোমায়..

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি ,
সেদিন থেকে নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছি ।
যেদিন থেকে তোমাকে জিজ্ঞেস করি কেমন আছো ?
সেদিন থেকে আমি কেমন আছি তা ভুলে গেছি ।
যেদিন থেকে তোমার পাশে এসে দাঁড়িয়েছি ,
সেদিন সবার থেকে দূরে হারিয়ে গেছি ।
যেদিন তোমার স্বপ্ন গুলো আমার হাতে তুলে দিয়েছো ,
সেদিন থেকে তোমার স্বপ্ন পুরনের বাস্তবতার পিছু ছুটে চলছি ।

জীবনে যদি কাওকে সত্যিইমন থেকে ভালবাসো,
তাহলে তাকেহারিয়ে যেতে দিওনা।কারণ
চোখের জল হয়তো মুছতে পারবে,কিন্তু হৃদয়ের
কান্নারজল কোনোভাবেই মুছতে পারবেনা।

জানি কেউ আমাকে আমার মতো করে ভাবে না ,,
তাই নিজেকে আড়াল করে রাখি ..কেননা আমি
কারো কষ্টের কারণ হয়ে চাই না ..কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে নয়

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলেনা।
কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায়না।
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউ কে বলা যায় না.

ভালবাসা শুরু হয় কিন্তূ শেষ হয় না,
হয়ত এক সময় ভালবাসার মানুষ
টা হারিয়ে যায়... কিন্তূ তার ভালবাসা কখনো হারায় না...
মনের ঘরে রয়ে যায় আজীবন....

হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল, কারন দুটো জিনিসই বেশির ভাগ সময় ক্ষণস্থায়ী হয়।যেমনই হঠাৎ করে আসে তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়,মাঝে শুধু রেখে কিছু না ভুলতে পারার মত স্বৃতি.

কেউ কারো পরিপূরক হতে পারে না,
প্রতিটি জীবনই
কারো না কারো ভালবাসার মায়ায় বাঁধা।

পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য,
যেমন একটা সূর্য যথেষ্ট ………
তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো,
একজন ভালবাসার মানুষ'ই যথেষ্ট !

সব সময় চুপ থাকা, আড্ডা এড়িয়ে চলা
মানুষটা হয়তো
কোন একসময় সবাইকে মাত করে রাখত।
কেউ কিংবা
কোন কারন হয়তো সারা জীবনের জন্য
মানুষটাকে চুপ
করিয়ে একলা করে দিয়েছে।

কাউকে খুব বেশি বিশ্বাস করে নিজের কাছের মানুষ ভাবাটাই হলো এই পৃথিবীর সব থেকে বড় বোকামি!!
আজ যাকে আপন ভেবে বিশ্বাস করে নিজের দূর্বল জায়গাটার কথা বলবেন একদিন সেই আপন ভাবা মানুষটাই আপনার সেই দূর্বলতা নিয়ে খেলবে! দূর্বল জায়গায় অনেক বড় একটা আঘাত করবে। যা আপনি না সইতে পারবেন না বইতে পারবেন!
এই আপন ভাবা মানুষ গুলো কেনো এমন করে??

কষ্টের মত আপন বন্ধু আর হতে পারে না,,,
কারন একটা সময় সবাই আপনকে ছেড়ে চলে গেলেও দেখা যাবে কষ্ট আপনাকে ছেড়ে যাবে না

মনের কিছু কিছু স্মৃতি থাকে যা মধুর হলেও-

বেদনার রং তুলি দিয়ে আঁকা..........(SAM)

 

© 2023 by The Mountain Man. Proudly created with Wix.com

  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black Pinterest Icon
  • Black Flickr Icon
  • Black Instagram Icon

Join our mailing list

bottom of page