

আজও তোমার সেই কথাটিই মনে পড়ে- কিছু মনে করিনি,ক্ষমা করে দিয়েছি
I Love You Very Much - SAM
** আমার মা-বাবা ও অন্য সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা ছিল এবং থাকবে ***
# আমি সবচেয়ে আমার মা-বাবা,জয়,সংগ্রাম,বোন-দুলাভাই এবং sam কে অনেক বেশি ভালবাসি ।
# আমি বড় হয়েছি সকলের আদর-ভালবাসা নিয়ে । কেউ কখনো আমাকে গাল-মন্দ করেনি । কখনো কেউ খারাপ বলেনি তাহলে কিভাবে আমি তোমাদের অবমাননা করি বল ...............????????
# শারিরিক কষ্ট বড় না মনের কষ্ট বড় ?????? আমি সবসময় কেন ভয়ে থাকি । মনে হয় আমার কিছু হাঁরিয়ে গেছে ।
# আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কাউকে কখনো ঘৃণা করিনি । তবে আজ নিজের প্রতি আমার এত ঘৃণা কেন ???
# জিবনটা একটা অদ্ভুত খেলা । কখন কে হারে কে জিতে শুধুমাত্র আল্লাহ জানে ,তাহলে কি আমি নিজেও খেলায় মেতে আছি.......................?????
# তোমরা সবাই চাও , আমিও চাই , কিন্ত ভাগ্যের পরিহাস টা দেখ , তোমরা যা চাও আর আমি যা চাই তার কত পাথর্ক্য।
# জিবন নামক অঙ্ক টা বড় অদ্ভুত , কখন যে সুখ গুলো বিয়োগ হয়ে দুঃখ গুলো যোগ হয়ে যায় বুঝায় যায়না...........
# কিছু মানুষ থাকে যাদেরকে কষ্ট দেওয়ার মত অনেক আপনজন থাকে , কিন্ত তাদের কষ্ট ভাগ করে নেওয়ার মত কোন আপনজন থাকেনা । এই মানুষগুলো বড্ড বেশি অভিমানী হয়। যখন তারা কষ্ট গুলো গুলো ভাগ করে নেওয়ার মত কাউকেই পায়না , তখন তারা কষ্ট লুকায় হাঁসির অন্তরালে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ হিসেবে উপস্থাপন করতে চায়। কিন্ত প্রতিটা মুহূর্তে তার ভেতরের কষ্টগুলো তাকে কুঁড়ে কুঁড়ে খায়। অনেকে হয়ত আবার তাদের এই মিথ্যা হাঁসি দেখে তাদের নিয়ে নানান মন্তব্য করেন। অনেকে হয়ত ভাবেন “ এই মানুষ টি কি...........??? এর কি কখনোই মন খারাপ হয়না ...............??? সব সময় কি করে হাঁসে ......??? নাকি বেহায়া.......??? ---- কোনটি ......??? কিন্ত অনেকে হয়ত জানেন না এই অদ্ভুত ধরনের মানুষ গুলোরও কষ্ট আছে । এদের কষ্ট গুলোও এদের মতই অদ্ভুত । এরা প্রতি নিয়ত নিজের সাথে নিজে অভিনয় করে যায় একটু ভাল থাকার জন্য। তবে হ্যাঁ .....!!!! এই মানুষ গুলো কাঁদে কিন্ত সবার আড়ালে .........!!! চিৎকার করে নয় .......নিরবে .............!!
# কিছু কিছু মানুষ থাকে যারা চোখের আড়াল হলেও প্রিয় মানুষ টিকে কখনো ভোলা যায় না। আমিও তেমনি চোখ বন্ধ করে সবাইকে অনুভব করি
# মানুষের জিবনে এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না শুধু দুঃখ বাড়ায়..................আপনজনকে কাছে টানতে পারছিনা আবার দুরেও সরিয়ে দিতে পারছিনা..............জিবনটা যেন নিয়তির হাতে বন্দি ...........সহজ কথা সহজ ভাবে বলা যায় না ।
# আমি ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি । আমি কোনমতে এ পথ থেকে সরতে পারছিনা কেন .........??? কোন ঔষুধই এখন আর কাজ করছেনা
# আমার মা আমার স্বর্গ । আর একটি মাত্র মানুষ আছে যে আমার মায়ের মত সকল দিক খেয়াল রাখে। কিন্ত সে এমনই এক হতভাগা যে , আমি তাকেও ফাঁকি দিচ্ছি । আসলে আমি কি তাকে ফাঁকি দিচ্ছি..................??? না নিজেই ফাঁকিতে পরছি ???
# সুখের আকাশ টা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো, নেই কোন আশা সব গেছে হারিয়ে কষ্টের ভুবনে ,আজ আমি একা বসে আছি । কেন নিরবে বুক ফাটিয়ে কাঁদতে হয় আমার ?????
# জিবনে শুধু সামনের দিকে এগিয়ে চলেছি পাগলের মতো নতুন কিছু পাওয়ার জন্য কিন্ত পিছনে আজ তাকিয়ে দেখি আমার অনেক কিছুই হারিয়ে গেছে। তাই একা বসে জিবনের হিসাবগুলো যোগ-বিয়োগ করে দেখছি আমি যে নিঃস্ব …………….ভালই হলো দেনা –পাওনার হিসাব টা যে শূণ্য । হায়রে নিয়তি তুই বড় অদ্ভুত ………..সব কিছু হাসি মুখে মেনে নিতে শিখিয়েছো । দেওয়ার যে আর কিছু নেই তাই অবশিষ্ট ধন্যবাদ টা তোকে দিলাম রে নিয়তি………………….24.06.2017
# প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যাস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ ,রাতের দ্বিপ্রহরে অনিচ্ছা সত্বেও তাকে মনে পড়বেই ,নিজের অজান্তে বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসবে ,অকারণে চোখ ভেসে যাবে জলে ,একবার হলেও মনে হবে.............240617
ভুলের মাঝে জীবন ছিল,
ভুলের মাঝেই বেঁচে আছি।
ভুল করে তোমাকে ভালবেসেছি আার
এখর ভুল করেও একটি বার তোমাকে ভুলতে পারিনা......................SAM
# আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালবাসি। আমি তোমাকে কখনো মিথ্যা আশ্বাস দেয়নি। তোমাকে আমি কখনো মিথ্যা ঘর বাঁধার স্বপ্ন দেখায় নি। কারন আমি তোমাকে সত্যি সত্যি অনেক অনেক অনেক ভালবাসি আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কষ্ট দিতে চায়নি। আমি তোমাকে যে কতটা ভালবাসি তা বোঝাতে পারবনা। কিন্ত বিশ্বাস কর আমি তোমাকে যে গুলো বলেছি সেগুলো আমার মনের কথা ছিলনা। আমি কখনো ভাবতে পারিনি আমার পরিবার তোমাকে মেনে নিবেনা। তাদের কাছে আমার তোমার কোন মূল্য নেই । আমি জানি তুমি আমাকে না পেলে তোমার একটি কষ্ট হবে কিন্ত পেলে হাজার কষ্ট হবে ,আর তুমি কষ্ট করবে আমি তা সহ্য করতে পারবনা তাই তোমার মনে কষ্ট দিলাম যেন তুমি আমাকে ঘৃণা করে ভুলে যাও। তুমি কি জানো আমার হাত পা বাধা । আমাদের দুজনের সুখের জন্য কিভাবে দশ জনকে কষ্ট দেই। আমি মানুষ চিনতে ভুল করেছি তাই তো ওরা তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে গেল । পারলে আমাকে ক্ষমা করে দিও ।
প্রিয়তমা,
আজ অনেকদিন পর লিখছি তোমায় নিয়ে।
হয়তো এটিই তোমার কাছে লেখা আমার
শেষ চিঠি। চোখের অশ্রুগুলোর কাছে
দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। তোমার
ভালবাসাগুলো মনে হলেই চোখের
পাতাগুলো ভিজে উঠে। কষ্টের
মাত্রাগুলো থার্মোমিটারের পারদের
মত বেড়ে উঠে। তাই ভেবেছি আর
তোমায় মনে করব না। না আর মনে করা
যাবে না তোমার মিষ্টি তৃপ্তিমাখা
মুখখানা।
তুমি ভাল আছ তো..?
জানো আমি না
তোমায় ছাড়া একা খুব ভাল আছি।
শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি।
এখন আর । তোমায় নিয়ে এখন
আর এতটা ভাবি না। জানো তবু খুব ভাল
আছি। শুধু একবার হাতটা ধরার সে লোভ
আমি কত আগেই ছেড়ে দিয়েছি। এখন আর
মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না,
জাস্ট সময়ে তোমাকে দেখবো বলে।
তোমার এলো চুলের গন্ধ এখন আর
চোখ বন্ধ করলেই
আমি মনে করতে পারি না।
সত্যিই আমি খুব ভাল আছি। তোমার দেয়া
কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না।
হয়তোবা অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে।
আর তোমার প্রতি আমার অভিমানগুলো,
তা আমি কত আগেই তুলো বানিয়ে
উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে
মায়াটা রয়ে গেছে এখনও, উইপোকার মত
কুড়ে কুড়ে খাচ্ছে।
হয়তো তোমাকে আর হাসতে দেখব না. . .
. . . . . . তোমার সাথে আর দেখা হবে
কিনা তাও সন্দেহ। আর হলেও তুমি হয়ত
না চেনারই চেষ্টা করবে, তাই না.??
আর আমাকে এতটা ভালবাসার জন্য
ধন্যবাদ। মানুষ ত একটু ভালবাসা পেলেই
কত খুশি হয় আর আমি তো অসংখ্য
ভালবাসা পেয়ে গেলাম তোমার কাছ
থেকে। সত্যিই আমি কৃতজ্ঞ তোমার
কাছে।
জানো আমি না মারা গিয়েছি। ভয়
পেয়ো না, মৃত্যুটা আমার অনুভবের, আমার
ভালবাসার, মৃত্যুটা তোমাকে কাছে না
পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে
দায়ী করব না। ভালবাসার মানুষদের
অপরাধী করতে নেই। তাদের শুধু
ভালবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে।
খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে
ধরে বলব, -‘অনেক ভালবাসি তোমায়,
প্লিজ আমায় ছেড়ে কোথাও যেয়ো না ‘
আজ অনেক কিছু বলে ফেললাম। মনটা
আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের
কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের
পাচ্ছি। না আর লেখব না তোমায় নিয়ে।
জানিই ত তোমায় আর ফিরে পাব না।
তুমি আর ভালবাসা আজ আমায় ছেড়ে
অনেক দূরে চলে গেছো।
তোমার প্রতি আমার অনুরোধ কখনও মন
খারাপ করো না কেমন..! আর অন্তত আমার
জন্য তোমার চোখের জল ব্যয় করো না।
হয়তো তোমার চোখের জল পাওয়ার
যোগ্যতাটুকুও আমার নেই। ভালো থেকো
আমার কাছের মানুষ, অনেক অনেক ভালো
থেকো।
ইতি-
তোমার ‘কেউ না’
...................সংগৃহীত
মনের কথা কি মনেই থেকে যাবে বলা কি হবেনা কখনো তোমাকে-SAM