top of page

“ডেল কার্নেগীর স্মরণীয় ২৫টি উক্তি”

 

(১) যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারন যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।

(২) মনে রাখবেন,

আপনি কে বা আপনার কি

আছে তার উপর আপনার

সুখ নির্ভর করেনা,

আপনার সুখ নির্ভর

করে আপনি কেমন চিন্তা করেন তার

উপর।

(৩) যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।

(৪) মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।

(৫) মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়।

(৬) আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল

ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক

নয়।

আপনি নিরামিষভোজী হলে কি কোন

ষাঁড় আপনাকে তাড়া করবে না?"

(৭) অস্পষ্টতায় ভরা দুরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।

(৮) কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোন ধারণা না থাকার অর্থ,আপনি অন্ধকারের যাত্রী কোন অন্ধের মত।

(৯) মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।

(১০) মানুষ যখন রাগান্বিত

অবস্থায়,তখন

তাকে কোনভাবে বিরক্ত

করা উচিত নয় ।

কেননা তা থেকে চরম ভুল

বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

(১১) পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায় আছে,

সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু

ভালবেসে যাওয়া।

(১২) মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসাই: মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারেনা।

(১৩) দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকা।

(১৪) আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনভাবেই সফল হইনি,অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।

(১৫) অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

(১৬) আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই, কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহন করিনা, তখনই অকৃতকার্যতা আসে।

(১৭) ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।

(১৮) সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হল আপনি যা চান তা পাওয়া।

(১৯) দাম্পত্য জীবনে সুখি হতে চাও?তাহলে-পরস্পরকে অবিশ্বাস করবেনা আর ঘ্যানর ঘ্যানর করবে না।

(২০) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে, একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।

(২১) যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা নিজেরাও তারি সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ।

(২২) মনে রাখা প্রয়োজন যে, একজন হতাশা গ্রস্থ মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশী কর্মক্ষম।

(২৩) যে অবস্হায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।

(২৪) সব সময়-ই অপর ব্যাক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন

(২৫) যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।

 

 

 

হুমায়ূন আজাদ এর কিছু বিখ্যাত বাণীঃ

 

“ আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে 

“ ঐতিহ্য বলতে এখানে লাশকেই বোঝায়। তবে লাশ জীবনকে কিছুই দিতে পারে না।

“ গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না ”

“ ভাবাদর্শগত জীবন হচ্ছে বন্দী জীবন। মানুষ জীবন যাপনের জন্যে জন্মেছে, ভাবাদর্শ যাপনের জন্যে জন্মেনি ”

“ সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না ”

“ যে মানুষ যত বেশী সত্য গোপন করতে পারে সে তত বেশী সৎ-চরিত্রবান ”

“ ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয়, দেখতে পায় একটি পুরুষের জন্ম হচ্ছে; কিন্তু মেয়েটি বিছানা না গোছালে একটি নারীর মৃত্যু দেখে মা আতংকিত হয়ে পড়ে ”

 

“ বাঙালিকে একটি একাডেমি দাও, বাঙালি সেটিকে গোয়ালে পরিণত করবে ”

 

“ মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ”

“ শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক ”

“ আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে ”

“ ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান ”

“ অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ”

“ এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত ”

“ বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন ”

“ কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা ”

“ খুব ভেবে চিনতে মানুষ আত্মসমর্পণ করে, আর অনুপ্রাণিত মুহূর্তে ঘোষণা করে স্বাধীনতা ”

“ এমন এক সময় আসে সকলেরই জীবনে যখন ব্যর্থতাগুলোকেই মনে হয় সফলতা, আর সফলতাগুলোকে মনে হয় ব্যর্থতা ”

“ চারাগাছেও মাঝেমাঝে ফোটে ভয়ংকর ফুল ”

“ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়। ”

“ বদমাশ হওয়ার থেকে পাগল হওয়া অনেক মানবিক ”

“ মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে ”

“ মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে প্রথা হয় ”

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর এর কিছু বিখ্যাত বাণীঃ

 

 

“ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ”

“ প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না ”

“ শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই ”

“ অতীতকাল যত বড় কালই হ'ক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয় করবার শক্তি আছে। ”

“ ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”

“ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম ”

“ সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই ”

“ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ”

“ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় ”

“ মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”

“ অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না ”

“ আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়। ”

“ গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ ”

“ নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে ”

“ মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য ”

“ আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই ”

 

“ প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ”

“ পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে ”

সংগৃহীত

ভালোবাসা তৈরি হয় ভাল লাগা থেকে”

স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে”

 অনুভব তৈরি হয় অনুভূতি থেকে”

আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে.........

গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়,

যখন একে অপরকে ভুল বোঝে,

বাস্তবে এমন কোন ঘটনা ঘটেনা ,

যার কারনে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে ,

আর যদি এমন কিছু ঘটে .....................

তবে বুঝতে হবে তা বন্ধুত্ব ছিলনা

যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই

শুধু কাছে পাবার জন্য ভালোবাসা নয় ,

শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় ,

নিজের সুখ বিসর্জন দিয়ে

সুখী রাখার নামই .................ভালোবাসা

কাঁন্নার জল সবাই দেখে ...........কেউ দেখেনা ,

পাওয়ার আনন্দ কিছু দিন থাকে .............

কিন্ত না পাওয়ার বেদনা সারা জিবনেও ভোলা যায়না ।

একটা গাছ যখন মরে যায় ,

তখন তার সবগুলো পাতা ঝরে যায় ।

একটা ,

তখন জিবনের সব আলো নিভে যায়.............

“কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়”।

“কাউকে মন থেকে ভালবাসলে আপনিও তার কাছ থেকে আপনার মত ভালবাসা আশা করবেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু এটাও মনে রাখতে হবে আপনি তার কাছ থেকে আপনার মত গভীর ভালবাসা নাও পেতে পারেন। কারণ আপনার কাছে সে “প্রিয় মানুষটি” হলেও তার কাছে আপনি প্রিয় মানুষ নাও হতে পারেন। তাই আপনি তাকে যত কাছে পেতে চাইবেন তার কাছে থেকে কষ্টের পরিমাণটাও মনে হয় তত বেশি ই পাবেন”।

“আকাশে মেঘ জমলেও আবার তা সরে যায়,
এ দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে
যাদের আকাশ সবসময় মেঘে ঢাকাই থাকে
গহীন অরণ্যে যেমন সূর্যের আলো পৌছা কঠিন,
তাদের জীবনটা ঠিক এরকমই কঠিন
সারা জীবন অন্ধকারাচ্ছন্নই থাকে “।

সব কিছুকেই একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়,

কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না।

কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।

“প্রতিটা মানুষই তার ভেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না। কারণ যখন কেউ কাউকে ভালবেসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে চলতে থাকে। তাই ইচ্ছা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না”।

 

“প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে”।

“ভালবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশে যায়, ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না। আর ভালবাসার বেদনা বুকের মাঝে বরফের মত জমাট বেধে থাকে, হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ঝরে পরে”।

“কখনও কখনও মানুষ সুখের চেয়ে দূঃখকেই বেশি পছন্দ করে। মানুষ যখন একটানা দীর্ঘ সময় কষ্টে থাকে তখন কষ্টের সাথে অভ্যস্ত হয়ে যায়। আর সে কখনও চায় না সেই কষ্টের স্মৃতিগুলো ভুলে সুখের সঙ্গী হতে। তাই পিছনে ফেলে আসা কষ্টের স্মৃতিগুলোই সবসময় তাকে তাড়া করে বেড়ায়। আর এ কষ্টগুলোই তখন তার কাছে সুখের চেয়ে বড্ড মধুর লাগে”।

“যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।

"বন্ধুত্বের পরে ভালবাসা সম্ভব"
কিন্তুু..
ভালবাসার পরে বন্ধুত্ব সম্ভব না"
কারন মৃত্যুর আগে ঔষধ কাজ করে"
মৃত্যুর পরে ঔষধ কোনো কাজ করে না..

ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!

© 2023 by The Mountain Man. Proudly created with Wix.com

  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black Pinterest Icon
  • Black Flickr Icon
  • Black Instagram Icon

Join our mailing list

bottom of page