মায়া কান্না
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Dec 20, 2019
- 1 min read

এই যাপিত পৃথিবী এক মায়াময় ছন্দ। দু,টি প্রান্ত এ ধরীত্রির ভালো, আর মন্দ একদিন ভেসে যাব অজানার দেশে মায়া কানন ছিন্ন হবে একান্ত নির উদ্দেশে ছিন্ন হবে সর্ব সম্পকের ভোর চলে যাব অচিন পুর পৃথিবীর তরে মায়া এযে, মিথ্যা এযে, ছায়া কত সাধক কত জ্ঞানী গুনীজন এ দুনিয়ায় আজো করছে ভ্রমন একদিন সবাই নি:শ্বেষ হয় নাহি আর দেহ ধন। পৃথিবীর ভালোবাসা পায়ে দলে মৃত্যুই হয় আপন
বেঁচে থাকা এক মহা যন্ত্রনা মরন তার একমাত্র বলিষ্ট সান্তনা। জীব মাত্রই হেথায় নেইকো পাক আর নাপাক অজান্তে একদিন সবাই গ্রহিবে মহা মৃত্যুর স্বাদ
Comments