top of page

কালের গর্ভে হারিয়ে যাচ্ছি, এখন কোন ঔষধ কাজ করছেনা.......আমার প্রিয়জনদের ভালবাসা উপেক্ষা করার মত কঠিন

  • Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
  • Aug 23, 2019
  • 2 min read

আস্সালামু আলাইকুম, আসলে আমি খুবই নগন্য একজন! তবে ব্লগিং জীবনে ব্লগার ও পাঠকদের সিমাহীন ভালবাসা পেয়েছি যার যোগ্যতা আমার নেই।

আমি একটু ভিন্ন কিসিমের মানুষ...!! যার ভিতরে লুকিয়ে থাকে অশিম লজ্জা যার জন্য পুরোপুরি ভাব প্রকাশ করতে পারিনা! পুরোপুরি ভাব প্রকাশ করতে না পারলেও কিছু সহ ব্লগার আমার অপ্রকাশিত অনুভূতি বুঝে নিতে পারেছেন।

আমি বিভিন্ন দিক থেকে অবহলিত হলেও সহ ব্লগারদের পক্ষ হতে যতেষ্ট আন্তরিকতা ভালোবাসা পেয়েছি যার ঋণ বাকী জীবনে সোধ করতে পারব কিনা জানিনা।

আমার ব্লগিং থেকে বিদায় নেবার বিষয়টি সহ ব্লগার ও পরিচিত পাঠকের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে......!

আমি আসলেই জানতামনা যে আমাকে এতগুলো মানুষ এভাবে ভালোবাসে এবং তা এই রকম প্রকাশ ভঙ্গিমায়.....!!! আমি অবাক হয়ে গেছি আমার ফেসবুকে মেসেজ এর সংখ্যা দেখে কেউ বিস্তারিত কারন জানতে চেয়েছে ব্লগিং ছেড়ে দেয়ার! ! কেউ ব্লগ ছেড়ে না যাবার অনুরোধ, কেউ আমি ব্লগিং ছেড়ে দিলে তিনিও ব্লগিং ছেড়ে চলে যাবার হুমকি.....! কেউ ব্লগে ফিরে আসার ঘোষণা দিয়ে পোস্ট দেয়ার আদেশ দিয়েছেন!! অবশ্যই ওনাদের অধিকার আছে আমাকে এভাবে বলার.....! যার যত অধিকার সে সেই ভাবেই বলেছে।

আমার প্রিয়জনদের ভালবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নই আমি!!! সহব্লগার ও পাঠকদের ভালোবাসা ত্যাগ করে দূরে থাকতে পারবনা আমি! ভালোবাসাময় কান্না জড়িত কন্ঠে বলছি আমি ফিরে এসেছি.....ফিরে এসেছি.... ফিরে এসেছি..... আমি ভালোবাসা চাই ভালোবাসা থেকে দূরে থাকতে চাইনা।

দৃষ্টি আকর্ষণঃ আমার ব্লগিংয়ের বিদায় বেলা।

শিরোনামের লেখাটিকে ইংগিত করে ব্লগে কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে...! প্যারিস থেকে আমি লিখেছেন ****ব্লগিং করে আমি সফল, আপনি? **** শিরোনামে অসাধারণ একটি লেখা যা ব্লগারদের হূদয় ছুঁয়ে নেবার পাশাপাশি ব্লগ কর্তৃপক্ষেরও হূদয় জয় করে স্টিকিতে রূপ নিয়েছে।

মাটিরলাঠি নামের ব্লগার ভাই লিখেছেনঃ ব্লগ বিডিটুডে, ওয়ান ম্যান আর্মি, সফল ব্লগার ও কিছু কথা। উপমা দিয়ে তিনি যা বুঝিয়ে দিলেন তা থেকে ব্লগিংয়ের জন্য শিক্ষনীয় অনেক বিষয়ের উপস্থিতি! !!

মাহাবুবা সুলতানা লাইলা লিখেছেনঃ আমার ব্লগ ছেড়ে যাওয়ার ঘোষণা নিয়ে নিজের অভিঙ্গতা ও অতীতে হারিয়ে যাওয়া কিছু ব্লগারদের নাম ও তাদের স্মৃতি নিয়ে....

হতাশা কিসের? যা আল্লাহকে ভয় করা ও মানুষের কল্যাণের জন্য লিখতে প্রতিটি লেখককে অনুপ্রাণিত করবে, সত্যি বলতে আমাকেও অনুপ্রাণিত করেছে।

আমার চলে যাবার ঘোষণাকে কেন্দ্র করে আমার প্রিয় ব্লগার ভাই, গাজী সালাউদ্দিন লিখেছেনঃ স্মৃতিময় একটি লেখা।

সি কিউ এ থেকে ব্লগার মোঃ সাহেদুল ইসলাম মিন্টু ', আপনিই সফল, প্লিজ ব্লগে ফিরে আসুন! যা পড়ে আমার চোখ অশ্রুময় হয়ে উঠেছে নিজের অজান্তে! !!

ঘুম ভাঙাতে চাই " লিখেছেনঃ মোঃ সাহেদুল ইসলাম মিন্টু ভাইয়ের প্রতি!

লেখাটি পড়ে ওনার কিছু অজানা বিষয় জানতে পারলাম । ওনার লেখাটিতে শয়তান আল্লাহর আদেশ অমান্য করা নিয়ে যে উপমা টানলেন তা আমার ব্লগিং জীবন নয় সংসার ও ব্যক্তি জীবনে শিক্ষনীয় হয়ে থাকবে।

আসলে সবার ভালোবাসায় ভরা বন্ধন পেরিয়ে দূরে থাকা সম্ভব নয়।

ধন্যবাদ সবাইকে।

 
 
 

Comments


© 2023 by The Mountain Man. Proudly created with Wix.com

  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black Pinterest Icon
  • Black Flickr Icon
  • Black Instagram Icon

Join our mailing list

bottom of page