তুমি আজ থেকে হয়ে গেছো যে পর
- Shahedul Islam Mintu
- Aug 22, 2019
- 1 min read

তুমি আজ থেকে হয়ে গেছো যে পর তুমি আজ থেকে বাঁধবে নতুন ঘর ভাসবে সুখের সাগরে.... কাঁদবো আমি অঝোরে সে কান্না তোলেনা ও মনে ঝড় আজ থেকে হয়ে গেছো যে পর, তুমি আজ থেকে বাঁধবে নতুন ঘর...
পুরোনো অতীত যে ভুলে যায় যে দলে পায় প্রেমের সে ফুল অসহায় মন তবু ফিরে চায়.... তবু সে চায় সংশোধনী ভুল কেন যে কিসের টানে নেই তো মানে ক্ষমা করে ফেরাবো অধর আজ থেকে হয়ে গেছো যে তুমি পর তুমি আজ থেকে বাঁধবে নতুন ঘর...
জানি ফিরবেনা, সবই কল্পনা.... এজীবনে তোমায় পাওয়া হবেনা জানি ফিরবেনা সবই কল্পনা.... এজীবনে তোমায় পাওয়া হবেনা বিব্রত মনের টানে উৎপীড়নে থাকে ব্যথার চাদর.... তুমি আজ থেকে হয়ে গেছো যে পর, তুমি আজ থেকে বাঁধবে নতুন ঘর----
--------- SAM------
Comments