শুভ জন্মদিন প্রিয়তমা
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Jan 10, 2019
- 1 min read

আজ আমার খুবই প্রিয় আর প্রচন্ড ভালবাসার একজন মানুষের জন্মদিন । তার জন্মদিনে অন্তরের অন্ত স্থল থেকে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা । "শুভ জন্মদিন- কবিতার ছন্দে, মনের আনন্দে, মনের মাধুরী মিশিয়ে এক গোছা ফুলের সুবাস ছড়িয়ে দেই কামনা করি হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ হোক তোমার জন্মদিন। পড়ে থাকা আমি এক অবহেলিত মানুষ
হৃদয়ে আঁকা তোমারই প্রতিচ্ছবি তোমারই জন্মদিনে কি-ই বা দেব আমি? তাই শুধু কামনা করি শুভ হোক তোমার জন্মদিন।"
তার আগামীর দিন গুলো অনেক অনেক ভাল কাটুক ! দুঃখ কষ্ট যেন তাকে স্পর্স করতে না পারে । তার আগামীর দিন গুলো সাফল্যতায় ভরে উঠুক । "সম্মুখে দীর্ঘ পথ, সোনালী ভবিষ্যত, সুখী সুন্দর উজ্জ্বল হোক তোমার জীবন লাল কৃঞ্চচূড়া আসুক বারে বার, এমন জন্মদিন আসুক আরো শতবার"
I wish u that in ur birthday every happy comes into ur world. Wish u all the very best. Happy birthday. may allah bless u. . . . .
তোমাকে সেই একই বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানালাম । অনেকের শুভেচ্ছার মাঝে আমার এই একটু খানি ভালবাসা তোমার চোখে পড়বে কিনা জানি না । আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই । অনেক ভাল থেকো ..... . . . .(জানুয়ারী ১০,২০১৯ ---SAM)
Comments