ভীষণ অসহায়.. .....
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Nov 30, 2018
- 1 min read

খুব কাছের কেউ ভুল বুঝলে কেমন যে লাগে!!! আমার লাগছে ভীষণ অসহায়.. কিন্তু আমি কি করতে পারি?
ছোট্ট ছোট্ট কথাগুলো যে নিজের মধ্যে এত বিপুল, এত জটিল মানে লুকিয়ে রাখে তা কে জানত! দোষটা হয়তো আমারই, আমি ঠিকমত বুঝিয়ে বলতে পারি না.. অথবা অন্যজনের, সে ঠিকমত বুঝতে পারেনি.. ..........
কিন্তু তাতে তো এখন আর কিছু বদলে যাচ্ছে না।
অন্য কারো এমন হলে আমি হয়তো বলতাম, যাও তাকে গিয়ে বলো তুমি আসলে কি বলতে চেয়েছিলে। কিন্তু আমি কোথাও কাউকে বলতে যাচ্ছি না যে, সে আমাকে ভুল বুঝেছে.........
আমি যতটা কাছের ভাবতাম, ততটা কাছে হয়তো সে কোনদিনই ছিল না। কষ্ট পাচ্ছি খুব.. অসহায়ও লাগছে.. কিন্তু কষ্ট না পেলে কি সুখের মর্মটুকু বুঝব? ..............SAM
Comentarios