তবুও তুমিই অাছো হৃদয়ে.....
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Sep 24, 2018
- 1 min read

আমি সত্যি তোমাকে ছাড়তে চাইনি। কিন্ত কি করবো বলো? মা-বাবা শর্ত দিয়েছিলো হয় তোমাকে ছাড়তে হবে না হয় তাদেরকে। দুজনেররই বিয়ের বয়স হয়নি, তখন কি হতো ভেবে দেখেছো? না তুমি তোমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারতে না আমি পারতাম। জানো তোমার জন্য লুকিয়ে লুকিয়ে প্রতিটা রাত কেঁদেছি আমি । সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম বাকিটা জীবন যেন তোমার সাথে কাটাতে পারি। কথায় আছেনা “ স্বার্থপর তো তারাই যারা পরিবারের জন্য ভালোবাসার মানুষটিকে ত্যাগ করে -- হ্যাঁ আমি সেই স্বার্থপর ” কিন্ত বিশ্বাস করো আজোও সেই আগের মতোই ভালোবাসি তোমাকে , একটুকুও কমেনি তোমার প্রতি আমার ভালোবাসা........SAM
Комментарии