চিরতরে ভালোবাসা সত্য
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Sep 20, 2017
- 1 min read

অমর ভালোবাসা একজন পুরুষ ও একজন নারীর জন্য, আর অবচলিত ভালবাসাও একজন নারীর একজন পুরুষের জন্য। এবং সৃষ্টিকর্তার প্রতি শেষ না হওয়া বিশ্বাস শুধুমাত্র তার ভালোবাসার জন্য। আমার ভালোবাসা শেষ কিন্ত এক সাথেই তো রয়েছি দুজন , চিরতরে ভালোবাসা সত্য ,আবার ভালোবাসা তৈরি করে দুরুত্ব……………..কিন্ত সৃষ্টি করে গভীরতা । আমি ভালোবাসা হারিয়েছি এবং আমি বিশ্বাস করি ও শিখেছি ভালোবাসায় শক্তি আছে । সৃষ্টিকর্তা তোমার ভালোবাসা খুঁজতে সাহা্য্য করবে । সব কিছুই তুমি করবে কিন্ত মনে রাখবে , সবার উপরে আছে সে এবং সে সব দেখছে অপেক্ষা করো , অপেক্ষা করো তোমার সময়ের জন্য…………………………….SAM
Comments