top of page

মা বাবাই আমাদের সবচেয়ে আপনজন

  • Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
  • Jul 29, 2017
  • 1 min read

পৃথিবীতে মা বাবাই আমাদের সবচেয়ে আপনজন মা-বাবা ছাড়া আমাদের জীবনে কোনো অস্তিত্ব নেই।বিশ্বাস করুন কোনো অস্তিত্ব নাই আজকে মা-বাবা আছে কতো আনন্দে আছি,যখন যা লাগে তাই পাই হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে একটু সময়ের ব্যাবধান হয়ে থাকে তবুও পছন্দের জিনিষটি আমরা আম্মু আব্বুকে প্যারা দিয়ে হলেও আদায় করে নেই আজকে বাবা কষ্ট করে বলে ভালো স্কুলে পড়তে পারছি,২টার জায়গায় ৫টা প্রাইভেট পড়ছি,পোশাক-পরিচ্ছদ দেখে বোঝা যাচ্ছে,ভালো ফ্যামিলির ছেলে/মেয়ে।ভালো সমাজে বসবাস করতে পারছি।আজ মা-বাবার আদর ভালোবাসা সাথে আছে বলে,মামা চাচা খালা ফুপ্পি সবাই আদর করছে। হঠাৎ যদি তারা আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায় তখন কি আমাদের কোনো অস্তিত্ব থাকবে বলুন তো?যতোই সচ্ছল ফ্যামিলির ছেলে/মেয়ে হইনা কেনো মা-বাবা না থাকলে সবচেয়ে আদর করে যে খালা মনিটা সেও ১০ দিন কি ২০ দিন পর হয়তো বোঝা মনে করবে।করবেই করবে।আম্মু আব্বুর সামনে অতিরিক্ত ফোন চাপলে হয়তো ২টা কটু কথা বলে,ঘ্যানঘ্যান করে।কিন্তু অদ্ভুত ব্যাপার যতোই বকুক আমাদের না খুব একটা খারাপ লাগেনা,কারন তারা আমার বাবা মা কিন্তু মা-বাবা ছাড়া অন্য কারা আমাদের এইসব সহ্য করবে বলুন তো?তারাও(খালা,ম ামি,চাচি) হয়তো কটু কথা বলবে,বকা দিবে আমাদের কিন্তু সেই কটু কথা গুলা আমাদের খুব গায়ে লাগবে,খুব মাইন্ডে লাগবে,চোখের কোণে একাকী জল চলে আসবে কারন তারা আমাদের বাবা-মা না। আম্মু আব্বুর বকার পিছে ভালোবাসা থাকলেও তাদের অন্যদের কটু কথাররপিছে ভালোবাসা থাকবেনা। করুনা থাকবে,চেপে রাখা একটা বিরক্তি থাকবে।এতো প্রকৃতির নিয়ম। আমরা সবাই অনেক সুখী ফ্যামিলি,অনেক ভালো আছি,মাশাল্লাহ কোনো কিছুর অভাব নাই।কিন্তু বিশ্বাস করো আম্মু আব্বু তোমরা না থাকলে আমরা নি:স্ব। গার্ল্ফ্রেন্ড/বয়ফ্রেন্ড চলে গেলে হয়তো সর্বোচ্চ ১৫ দিন আফসোস করবো কিন্তু মা-বা না থাকা আমাদের সারাজীবনের আফসোস। তাই বাবা-মায়ের যত্ন নিন এবং তাদের প্রতি সহোদয় হোন


 
 
 

Comments


© 2023 by The Mountain Man. Proudly created with Wix.com

  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black Pinterest Icon
  • Black Flickr Icon
  • Black Instagram Icon

Join our mailing list

bottom of page