জীবনের স্বপ্নগুলো প্রজাপতির মত .............
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Jul 25, 2017
- 1 min read

জীবনের স্বপ্নগুলো প্রজাপতির মত ডানা মেলে, মাঝে মাঝে মারাও যায়। কিন্তু জীবনের চলার পথে কিছু মানুষ জোনাকির মত একটু একটু করে জীবনকে আলোকিত করে তোলে। তখন আলোর নেশায় মেতে উঠে প্রজাপতি ভয় পায় না আর উরে বেড়াতে। নির্ভয়ে উড়ে বেড়ায় ছুটে বেড়ায়। বেঁচে থাকুক সবার জীবনে আসা জোনাকিগুলো, ডানা মেলুক সবার জীবনে অজস্র প্রজাপতি।
............………….( SAM )
Comments