যেদিন ছেড়ে চলে যেতে চাইলে........
- Shahedul Islam Mintu । Ami-Tumi.Com
- Jul 11, 2017
- 1 min read

যখন ভালবাসতে চেয়েছ, ভালবেসেছ ! কোন বাঁধা দেইনি নীরবে ভালবেসেছি যখন কষ্ট দিতে চেয়েছ, কষ্ট দিয়েছ..। কোন বাঁধা দিইনি, নীরবে কষ্টগুলো সহ্য করে গেছি ... আর যেদিন ছেড়ে চলে যেতে চাইল -- চলে গেলে ... কোন বাঁধা দেইন নীরবে দেখেই গেছি !!! আজ খুব জানতে ইচ্ছে করে......... তোমার ইচ্ছের কি এখানেই শেষ নাকি আরো কিছু আছে............SAM
Comments