কিছু কথা যা ছিল বলার
- shahedul islam
- Jul 9, 2017
- 1 min read

কিছু কথা যা ছিল বলার যদি কখনও মনে হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে, আমাকে জানিয়ে দি্তে পারতে, আমি নিরবে তোমার জীবন থেকে সরে যেতাম। দ্বিতীয় বার কোন প্রশ্ন করতাম না, কেন জানো ? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার সব কথা রাখব আমার যতই কষ্ট হোক না কেন। তোমার একটু সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো।
তাতে যদি তুমি একটু সুখ পাও তোমার মুখের এক চিলতে হাসির জন্য আমি প্রয়োজনে তাও করবো। কিন্তু কখনও তোমার সুখের মাঝে কাঁটা হয়ে থাকবো না। কখনও তোমার দুশ্চিন্তার কারণ হবো না। সারা জীবন তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম, আর এখন সুখে আছো সেটা দেখতে চাই তা তুমি যার সাথেই থাকনা কেন। ঐ দূর থেকে তোমার হাসির শব্দ আমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দিবে, কারণ আমি তো এটাই চেয়েছিলাম.
تعليقات