হায়রে ভালোবাসা কত মায়া তোর বুকে.........
- shahedul islam
- Jun 29, 2017
- 1 min read

ভালো বাসা খুব ছোট একটি কথা তাই না। কিন্তু এই ছোট কথার মাঝে কত মায়া কত ভালোবাসা লুকিয়ে আছে ঠিক তোমার আমার ভালোবাসার মতো। এক বার ভেবেও দেখিনি তুমি কে কোথা থেকে এসেছো কোথায় ছিলে তোমাকে না দেখে নিজের চেয়ে বেশি ভালোবেসেছি, অনেক বিশাস করেছি হয়তো এটাই ভালোবাসা। সত্য কথা কি জানো ভালোবাসা কখনো এক তরফা হয় না,,দুজনের মন এক হয়ে ভালো বাসাটা হয়েছে আর এই ভালোবাসা টিকে রাখার জন্যা আমি সব কষ্ট সহ্য ও করবো কারন আমি চাইনা তোমাকে কখনো হারাতে। অনেক বাধা এসেছে কিন্তু এক দিনের জন্যা তোমার থেকেও সরে যেতে পারিনি। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি আর এই স্বপ্নগুলো বাস্তব করবো যদি তুমি আমার।পাসে থাকো। তোমার জন্যা আমার অদ্ভত একটা মনের টান হয়ে গেছে তোমার সুখ দুঃখ দুর থেকে আমি উপলব্দি করতে পারি। আর এটা আমার অনেক বড় পাওয়া আমি চাই আমার সারা জীবন এই ভাবে একে অপরের প্রান হয়ে বেচে থাকতে পারি...........................................………….( SAM )
コメント